শওকত ওসমান কয়টি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস লিখেছেন?
Solution
Correct Answer: Option A
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- তাহমিনা আনাম -- এ গোল্ডেন এজ
- আনোয়ার পাশা -- 'রাইফেল রুটি আওরাত'(১৯৭৩)
- শওকত ওসমান লিখেছেন ৪টি উপন্যাস ---জাহান্নাম হইতে বিদায়(১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩),দুই সৈনিক (১৯৭৩),জলাঙ্গী (১৯৭৬)
- সৈয়দ শামসুল হক লিখেছেন --- নীল দংশন(১৯৮১),নিষিদ্ধ লোবান(১৯৮১).
- সেলিনা হোসেন লিখেছেন -- হাঙর নদীর গ্রেনেড (১৯৮৭).
- রশীদ হায়দারের লিখেছেন --- 'নষ্ট জোছনায় এ কেমন অরণ্য (১৯৮২)।
- হুমায়ুন আহমেদ লিখেছেন -- শ্যামল ছায়া(১৯৭৩), সৌরভ (১৯৮৪)
- ইমদাদুল হক মিলন লিখেছেন -- 'ঘেরাও(১৯৮৪)।
- শামসুর রাহমান লিখেছেন -- ' অদ্ভুত আঁধার এক(১৯৮৫).
- আবু জাফর শামসুদ্দিন লিখেছেন -- 'দেয়াল (১৯৮৬)
- হারুন হাবিব লিখেছেন - 'প্রিয়যোদ্ধা প্রিয়তম(১৯৮২)