'বাংলা বিনে গতি নাই' এটি একটি-
A ভাষা আন্দোলনভিত্তিক কবিতা
B মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
C ভাষা আন্দোলনভিত্তিক গান
D মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র
Solution
Correct Answer: Option C
- একুশে ফেব্রুয়ারী নিয়ে প্রথম গান 'ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারী' এর রচয়িতা আ.ন.ম গাজীউল হক।
- 'বাংলা বিনে গতি নাই' আবদুল লতিফ এর ভাষা আন্দোলনভিত্তিক গান।
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।
- ভাষা আন্দোলনভিত্তিক গান 'ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়' এর রচয়িতা ও সুরকার আব্দুল লতিফ।