মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
১. রাইফেল রোটি আওরাত;আনোয়ার পাশা।
২. জাহান্নাম হইতে বিধায়;শওকত ওসমান।
৩. ওংকার;আহমদ ছফা।
৪. হাঙ্গর নদী গ্রেনেড;সেলিনা হোসেন।
৫. খাঁচায়;রশীদ হায়দার।
মুক্তিযুদ্ধভিত্তিক কবিতাঃ
১. মুক্তিযোদ্ধা;জসীমউদদীন।
২. দগ্ধগ্রাম;জসীমউদদীন।
৩. বন্দী শিবির থেকে;শামসুর রহমান।
৪. পুত্রদের প্রতি;আবুল হোসেন।
৫. প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে;সুফিয়া কামাল।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটকঃ
১. পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২. বকুলপুরের স্বাধীনতা;মমতাজউদদীন আহমদ।
৩. নরকে লাল গোলাপ;আলাউদদীন আল আজাদ।
৪. আয়নায় বন্ধুর মুখ;আবদুল্লাহ আল মামুন।
৫. যে অরন্যে আলো নেই;নীলিমা ইব্রাহিম।
স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ
১. ক্রীতদাসের হাসি;১৯৬২;শওকত ওসমান।
২. কিষাণ;১৯৬৯;ইন্দু সাহা।
৩. রাঙ্গা প্রভাত;১৯৫৭;আবুল ফজল।
৪. নীড় সন্ধানী;১৯৬৮;আনোয়ার পাশা।
৫. বিদ্রোহী কৈবর্ত;১৯৬৯;সত্যেন সেন।