'জিজ্ঞাসিব জনে জনে'—এই বাক্যে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?
A কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
B কর্মকারকে সপ্তমী বিভক্তি
C অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
D অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
Solution
Correct Answer: Option B
কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
যেমন:
- ঘোড়া গাড়ি টানে।
- শাহেদ বই পড়ে।
→ বাক্য দুটিতে 'ঘোড়া' এবং 'শাহেদ' যথাক্রমে 'গাড়ি' এবং 'বই'-কে আশ্রয় করে 'টানা' এবং 'পড়া' ক্রিয়া সম্পন্ন করে। সুতরাং 'গাড়ি' এবং 'বই' কর্মকারক
কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: পুলিশ ডাক।
দ্বিতীয়া বিভক্তি: আমি তাকে চিনি।
ষষ্ঠী বিভক্তি: ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে।
সপ্তমী বিভক্তি: জিজ্ঞাসিব জনে জনে।