বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কোন বিভক্তি বসে?
Solution
Correct Answer: Option A
- একটি বাক্যে যখন দুটি কর্ম থাকে, তখন তাকে দ্বিকর্মক ক্রিয়া বলা হয়।
- এই দুটি কর্মের মধ্যে ব্যক্তিবাচক কর্মটিকে গৌণকর্ম বলা হয়।
- বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম।
- গৌণকর্মের সাথে সাধারণত '-কে' বা '-রে' বিভক্তি যুক্ত হয়, যেমন: "বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।"
- এখানে 'আমাকে' হলো গৌণকর্ম এবং 'কলম' হলো মুখ্য কর্ম।