দেহের বিভিন্ন অংশের পর্দাসমূহের মধ্যে মস্তিষ্কের পর্দার নাম কী?
Solution
Correct Answer: Option B
- মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড মেনিনজেস নামক ত্রিস্তরবিশিষ্ট একটি পর্দা দ্বারা আবৃত থাকে।
- এই পর্দা মস্তিষ্ককে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে এবং সংক্রমণ প্রতিরোধ করে।
- প্লুরা ফুসফুসের আবরণ, পেরিকার্ডিয়াম হৃদপিণ্ডের আবরণ এবং পেরিটোনিয়াম পেটের অঙ্গগুলোর আবরণ।
- মেনিনজেসের তিনটি স্তর হলো ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার ও পিয়া ম্যাটার।