প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ডের ওজন প্রায় কত?
A ১৫০ গ্রাম
B ৫০০ গ্রাম
C ১ কেজি
D ৩০০ গ্রাম
Solution
Correct Answer: Option D
- একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ডের গড় ওজন প্রায় ২৫০ থেকে ৩৫০ গ্রামের মধ্যে থাকে।
- সাধারণত পুরুষের হৃদপিণ্ডের ওজন মহিলাদের তুলনায় কিছুটা বেশি হয়।
- এর আকার ব্যক্তির মুষ্টিবদ্ধ হাতের আকারের সমান বলে মনে করা হয়।
- এটি বুকের বাম দিকে অবস্থিত একটি অত্যাবশ্যকীয় পেশিবহুল অঙ্গ।