যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেঃমিঃ বেশি এবং পরিসীমা 14 সেঃমিঃ, তার কর্ণের দৈর্ঘ্য কত সেঃমিঃ?
Solution
Correct Answer: Option B
প্রস্থ = a, দৈর্ঘ্য = a + 1
∴ পরিসীমা = 2(a + a + 1) = 14
বা, 2a + 1 = 7
বা, 2a = 6
∴ a = 3
∴ দৈর্ঘ্য = 4, প্রস্থ = 3
∴ কর্ণ = √(16 + 9) = 5