জাহানারা ইমাম রচিত দিনলিপি 'একাত্তরের ডায়রি'-এর ব্যাপ্তিকাল কত?
A ১৯৭১ সালের ১মার্চ-১৭ ডিসেম্বর
B ১৯৭১ সালের ১২ মার্চ- ১৮ ডিসেম্বর
C ১৯৭১ সালের ৩ মার্চ- ১৬ ডিসেম্বর
D ১৯৭১ সালের ১৯ মার্চ-১৮ ডিসেম্বর
Solution
Correct Answer: Option A
জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ- একাত্তরের দিনগুলি। এটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়, ডায়েরি আকারে লেখা বইটির ব্যাপ্তিকাল ১৯৭১ সালের ১মার্চ থেকে ১৭ ডিসেম্বর।