Solution
Correct Answer: Option C
এর উপায় কি?' হলো মীর মশাররফ হোসেন রচিত একমাত্র প্রহসন।এর প্রথম প্রকাশ ১৮৭৫। ২য় প্রকাশ ১৮৯২ সালে। এ প্রহসনে মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা'র প্রভাব রয়েছে।দীনবন্ধু মিত্র রচিত প্রহসন হলো 'জামাইবারিক'(১৮৭২)। 'একেই কি বলে সভ্যতা?'(১৮৬০) এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। 'কিঞ্চিৎ জলযোগ'(১৮৭২) প্রহসনটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত।