বাংলা সাধুভাষার গদ্যরীতিকে পূর্ণাঙ্গরূপ দান করেন কে?
A বিদ্যাসাগর
B প্যারীচাঁদ
C মধুসূদন
D প্রমথ চৌধুরী
Solution
Correct Answer: Option A
-বিদ্যাসাগর বাংলা সাধুভাষার গদ্যরীতিকে পূর্ণাঙ্গরূপ দান করেন।
-জড়তা ও দুর্বোধ্যতা থেকে মুক্ত হয়ে সাহিত্যের ভাষা হিসেবে বাংলা গদ্য প্রথমবারের মতো তাঁর প্রথম মুদ্রিত গ্রন্থ ‘বেতাল পঞ্চবিংশতি’ তে প্রকাশ পেয়েছে।
-আর প্যারীচাঁদ এ প্রথম এই ধারার বাহিরে গিয়ে চলিত ভাষায় গদ্য রীতির প্রচলন করেন।