উইলিয়াম কেরির অধীনস্থ প্রধান পন্ডিত কে ছিলেন?
A বিদ্যাসাগর
B প্যাঁরীচাঁদ
C বিদ্যালঙ্কার
D কালীপ্রসন্ন
Solution
Correct Answer: Option C
উইলিয়াম কেরির অধীনস্থ প্রধান পন্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার(১৭৬২-১৮১৯)। তিনি মোট পাঁচটি গ্রন্থ রচনা করেন। ‘প্রবোধচন্দ্রিকা’ ১৮১৩ সালে রচিত হলেও প্রকাশিত হয়েছিলো তাঁর মৃত্যুর পর।