‘নেমেসিস’ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত ?
A ৭৬ এর মন্বন্তর
B ভাষা আন্দোলন
C নীল বিদ্রোহ
D ২য় বিশ্বযুদ্ধ
Solution
Correct Answer: Option D
নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক ‘নেমেসিস’ ১৯৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।