'স্বদেশ ও সাহিত্য' প্রবন্ধটি কার রচনা?

A শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

B আশরাফ সিদ্দিকী

C আবুল ফজল

D আহমদ শরীফ

Solution

Correct Answer: Option A

- ১৯২৯ সালের ৩০ মার্চ রংপুর বঙ্গীয় যুব সম্মিলনীর অধিবেশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সভাপতি হিসেবে যে ভাষণ প্রদান করেন তারই মুদ্রিত রূপ ‘তরুণের বিদ্রোহ' (১৯২৯) প্রবন্ধ।
- এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণে ‘সত্য ও মিথ্যা নামে আরো একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়।
- তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ: ‘নারীর মূল্য' (১৯২৩), ‘স্বদেশ ও সাহিত্য' (১৯৩২)।

- শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডি-লিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।
- বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।

• শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ
- বড়দিদি,
- পল্লী সমাজ,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশায়,
- দেবদাস,
- চরিত্রহীন,
- শ্রীকান্ত,
- নিষ্কৃতি,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions