সাবিরিদ খান কোন কাব্য অবলম্বনে “বিদ্যাসুন্দর’’ বা “কালিকামঙ্গল” কাব্য রচনা করেন? 

A চৌরপঞ্চাশিকা 

B মধুমালত 

C মৈনাসত 

D সিকান্দরনামা 

Solution

Correct Answer: Option A

- সাবিরিদ খান মধ্যযুগের আখ্যানকবি।
- তাঁর তিনটি আখ্যানমূলক কাব্য হচ্ছে ‘বিদ্যাসুন্দর’, ‘রসুল বিজয়’ এবং ‘হানিফা ও কয়রাপরী’। 

- মঙ্গলকাব্যের কবি সাবিরিদ খান ‘কালিকামঙ্গল' (বিদ্যাসুন্দর) কাব্য রচনা করেন।
- মূল গ্রন্থ ‘চৌরপঞ্চাশিকা বা বিদ্যাসুন্দরম’ থেকে সাবিরিদ খান “বিদ্যাসুন্দর” অনুবাদ করেন।

মধ্যযুগের কবি ও সাহিত্যঃ
- দৌলত উজির বাহরাম খান : লাইলী মজনু
- মুহম্মদ কবীর : মধুমালতী
- সাবিরিদ খান : হানিফা-কয়রাপরী, বিদ্যাসুন্দর, রসুল বিজয়
- দোনাগাজী চৌধুরী : সয়ফুলমুলুক-বদিউজ্জামাল
- দৌলত কাজী : সতীময়না ও লোরচন্দ্রানী
- আলাওল : পদ্মাবতী
- আবদুল হাকিম : লালমতী সয়ফুলমুলুক, কারবালা ও শহরনামা।
- নওয়াজিস খান : গুলে বকাওলী
- মুহম্মদ মুকীম : মৃগাবতী
- সৈয়দ সুলতান : নবীবংশ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions