কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন?

A সমরসেন

B বিষ্ণু দে

C মোহিতলাল মজুমদার

D জসীমউদ্দীন

Solution

Correct Answer: Option B

বাংলা সাহিত্যে ত্রিশোত্তর সাহিত্যিকদের মধ্যে উল্লেখ যোগ্য ৫জনকে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব ।  
মনে রাখার টেকনিক -"অবুজ .বিসু"
অ= অমিয় চক্রবর্তী
বু = বুদ্ধদেব বসু
জ= জীবনানন্দ দাস
বি = বিষ্ণু দে 
সু = সুধীন্দ্রনাথ দত্ত
 
পঞ্চকবি: পঞ্চকবি হলেন বাংলা সাহিত্যের ৫ জন কবি সাহিত্যিক যারা একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক । 
৫ জন পঞ্চকবির নাম এইভাবে মনে রাখতে পারেন- "রবি কাজীকে রজনীতে অতুলনীয় উপহার দিলো।"
রবি= রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী = কাজী নজরুল ইসলাম
রজনী= রজনীকান্ত সেন
অতুলনীয় = অতুল প্রসাদ সেন
দিলো= দ্বিজেন্দ্রলাল রায়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions