নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদে মধুসূদন কোন ছদ্মনাম ব্যবহার করেন?
Solution
Correct Answer: Option A
নীল দর্পণ (১৮৬০) দীনবন্ধু মিত্রের নীলকর সাহেবদের নীল চাষিদের উপর বীভৎস অত্যচার অবলম্বনে রচিত নাটক।
- এর ইংরেজি অনুবাদ করেন A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
- উল্লেখযোগ্য চরিত্রঃ গোলক বসু, নবীন মাধব, তোরাপ, বাইচরণ, সাবিত্রী।
- নাটকটিকে Uncle Tom`s Cabin এর সাথে তুলনা করা হয়।