মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক 'মায়াকানন' সমাপ্ত করেন -
A শচীন দেব বর্মণ
B দীনবন্ধু মিত্র
C ভুবনচন্দ্র মুখোপাধ্যায়
D হরপ্রাসাদ শাস্ত্রী
Solution
Correct Answer: Option C
কৃষ্ণকুমারী নাটক রচনার পর মাইকেল কাব্যরচনায় পুরোদমে মনোনিবেশ করেন। শেষ জীবনে মৃত্যুশয্যায় শুয়ে বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরচ্চন্দ্র ঘোষের অনুরোধে তিনি মায়াকানন নাটকটি রচনায় হাত দেন। নাটকটি তিনি শেষ করতে পারেন নি। করেছিলেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। এই নাটকটির শিল্পমূল্য বিশেষ নেই। মাইকেলের সৃষ্টিপ্রতিভার কোনো সাক্ষর এতে পাওয়া যায় না।