মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক 'মায়াকানন' সমাপ্ত করেন -
A শচীন দেব বর্মণ
B দীনবন্ধু মিত্র
C ভুবনচন্দ্র মুখোপাধ্যায়
D হরপ্রাসাদ শাস্ত্রী
Solution
Correct Answer: Option C
- কৃষ্ণকুমারী নাটক রচনার পর মাইকেল কাব্যরচনায় পুরোদমে মনোনিবেশ করেন।
- শেষ জীবনে মৃত্যুশয্যায় শুয়ে বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরচ্চন্দ্র ঘোষের অনুরোধে তিনি মায়াকানন নাটকটি রচনায় হাত দেন।
- নাটকটি তিনি শেষ করতে পারেন নি। করেছিলেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়।
- এই নাটকটির শিল্পমূল্য বিশেষ নেই। মাইকেলের সৃষ্টিপ্রতিভার কোনো সাক্ষর এতে পাওয়া যায় না।