মানিকচন্দ্র রাজার গান কে প্রকাশ করেন?
A আশুতোষ মুখোপাধ্যায়
B চন্দ্রকুমার দে
C দীনেশচন্দ্র সে
D জর্জ গ্রিয়ারসন
Solution
Correct Answer: Option D
- ১৮৭৮ সালে ভাষাবিজ্ঞানী জর্জ গ্রিয়ারসন রংপুরের কৃষকদের কাছ থেকে 'ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি সংগ্রহ করে ‘মানিকচন্দ্র রাজার গান' নামে প্রকাশ করেন।
- এটি পরবর্তীতে ১৯২২ সালে ‘কলকাতা বিশ্ববিদ্যালয়’ থেকে ‘গোপীচন্দ্রের গান’ নামে প্রকাশিত হয়।