Solution
Correct Answer: Option A
- মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)।
- ১৭৬১ সালের পানিপথের ৩য় যুদ্ধের কাহিনী এর উপজীব্য।
- নাট্যকার ইতিহাস থেকে এর কাহিনী গ্রহণ করেননি, কায়কোবাদ রচিত ‘মহাশশ্মশান' থেকে এর কাহিনী গ্রহণ করেছেন।
- মহাভারতের দেবযানী-যযাতি উপাখ্যান অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচিত পৌরাণিক নাটক ‘শর্মিষ্ঠা' (১৮৫৯)।
- হিন্দুর বাহুবল ও বীরত্ব রূপায়িত করার লক্ষ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন ঐতিহাসিক উপন্যাস ‘রাজসিংহ' (১৮৮২)।
- নবীনচন্দ্র সেন রচিত কাব্যগ্রন্থ ‘পলাশীর যুদ্ধ।