ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, চর্যাপদের সময়কাল কত?
A ৬৫০ - ১২০০ খ্রিষ্টাব্দ
B ৯৫০ - ১২০০ খ্রিষ্টাব্দ
C ৯০০ - ১৩৫০ খ্রিষ্টাব্দ
D ১০০০ - ১১৫০ খ্রিষ্টাব্দ
Solution
Correct Answer: Option B
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত৷
- মুহম্মদ শহীদুল্লাহ্'র মতে এই যুগের সময়সীমা ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।