আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
Solution
Correct Answer: Option A
- ১৯৫৮ সালে প্রকাশিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক "মরক্কোর জাদুকর"।
- একই বছর প্রকাশিত হয়েছিল তার প্রথম প্রবন্ধ সংকলন "শিল্পীর সাধনা"
'সংবাদ শেষাংশ' আলাউদ্দিন আল আজাদ রচিত নাটক। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক-
- নরকে লাল গোলাপ : মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
- এহুদের মেয়ে
- মরোক্কোর জাদুকর
- ধন্যবাদ
- মায়াবী প্রহর ইত্যাদি।