'মৃত্যুক্ষুধা' উপন্যাসের উপজীব্য কী? 

A ত্রিশাল গ্রাম ও অসহযোগ আন্দোলন 

B স্বদেশী আন্দোলন ও সশস্ত্র বিপ্লব 

C প্রথম বিশ্বযুদ্ধ এবং নুরু ও মাহবুবার প্রণয় 

D বর্ধ্মানের একটি গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক জীবন 

Solution

Correct Answer: Option A

কাজী নজরুল ইসলামের মোট উপন্যাস ৩টিঃ
- কুহেলিকা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস।
- ১৯৩১ সালে এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে।
- বিপ্লবী যুবক জাহাঙ্গীর চরিত্র দিয়ে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতির সফল প্রতিফলন ঘটেছে এই উপন্যাসে। 

‘বাঁধনহারা' (১৯২৭): 
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- ১৯২১ সাল থেকে এটি ধারাবাহিকভাবে ‘মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয়।
- পত্রিকায় প্রকাশিত এ উপন্যাসের কিছু অংশ ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় বাদ পড়ে যায়।
- পরবর্তীতে তা খুঁজে পাওয়া গেলে ১৯ মে, ২০০৬ সালে দৈনিক ‘প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়।
- এ গ্রন্থের পত্র সংখ্যা ১৮টি।
- নুরুর সাথে মাহবুবার প্রণয় এবং বিয়ের উদ্যোগ অনেক এগিয়ে গেলে হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে।
- যদিও এর পেছনে দেশ ও জাতির ক্রান্তিকালীন কোনো তাগিদ ছিল না। 
- অনেকের মতে, এ উপন্যাসের নুরুই নজরুল।
- চরিত্র: নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া। 

'মৃত্যুক্ষুধা' (১৯৩০):
-  ত্রিশাল গ্রাম আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত।
- এটি ১৯২৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩০ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions