Solution
Correct Answer: Option A
ছোট গল্পকার – ছোট গল্প
শৈলজানন্দ মুখোপাধ্যায় – রেজিং রিপোর্ট।
মানিক বন্দোপাধ্যায় – প্রাগৈতিহাসিক, সরীসৃপ।
তারাশঙ্কর বন্দোপাধ্যায় – রসকলি, ডাকহরকরা।
শাহেদ আলী – জিবরাঈলের ডানা, একই সমতলে।
রাজশেখর বসু – গড্ডলিকা।
সুবোধ ঘোষ – ফসিল।
প্রভাতকুমার মুখোপাধ্যায় – দেশী বিলাতি, গল্পাঞ্জলি, ষোড়শী, গল্পবীথি।
সরদার জায়েন উদ্দীন – বেলা বেনার্জির প্রেম।
আবুল খায়ের মুসলেহউদ্দিন – নিষিদ্ধ শহর, চিরকুট, নারিন্দালেন, ওম শান্তি।
হাসান আজিজুল হক – আত্মজা ও একটি করবী গাছ, শকুন।