Solution
Correct Answer: Option B
পল্লিকবি জসীমউদদীন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙ্গিনায়' ।
তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থঃ
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- বালুচর,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না (কাব্য);
- পদ্মাপাড়,
- মধুমালা,
- বেদের মেয়ে,
- পল্লীবধূ (নাটক);
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ (ভ্রমণকাহিনি);
- বোবাকাহিনী (উপন্যাস) ।