Solution
Correct Answer: Option D
- সেলিম আল দীন (Selim Al Deen) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক।
- স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন।
- বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
- তার প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
• কাব্যগ্রন্থ- কবি ও তিমি (১৯৯০)
• উপন্যাস- অমৃত উপাখ্যান (২০০৫)।
• তাঁর উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ-
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক (১৯৭৩),
- জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫),
- বাসন (১৯৮৫)
- কীর্তন খোলা (১৯৮৩) ,
- কেরামতমঙ্গল (১৯৮৮),
- প্রাচ্য (১৯৯৮),
- হাতহদাই (১৯৯৭),
- যৈবতী কন্যার মন (১৯৯৩),
- চাকা (১৯৯১),
- হরগজ (১৯৯২),
- একটি মারমা রূপকথা (১৯৯৫),
- বনপাংশুল (১৯৯৬),
- নিমজ্জন (২০০২),
- ধাবমান, স্বর্ণবোয়াল (২০০৭),
- ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ (নৃত্যনাট্য, ২০০৭),
- পুত্র (২০০৮) ইত্যাদি।