Solution
Correct Answer: Option C
"গেরিলা ও বীরাঙ্গনা" কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত গ্রন্থ। এটি ২০০৪ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- উত্তর সারথি, জলোচ্ছ্বাস, জ্যোস্নায় সূর্যজ্বালা, হাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যে শিস, যাপিত জীবন ইত্যাদি।