Solution
Correct Answer: Option B
"খাঁচায়"- উপন্যাসটি রশীদ হায়দারের লেখা। 'খাঁচায়' উপন্যাসে তৎকালীন মানুষের দুরবস্থা, বন্দিজীবন, রাষ্ট্র ও সমাজের চালচিত্র, মুক্তিযুদ্ধের চিত্রমালা নানা অভিধায়, নানা কথামালায় বিধৃত। চিত্রিত। স্বাধীনতার পরে প্রকাশিত। বাংলাদেশে দ্বিতীয় উপন্যাস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-
- যে অরণ্যে আলো নেই : নীলিমা ইব্রাহীম
- পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক
- ‘বর্ণচোরা’ ও ‘কী চাহ শঙ্খচিল' : মমতাজউদ্দীন আহমেদ
- নরকে লাল গোলাপ : আলাউদ্দিন আল আজাদ
- প্রতিদিন একদিন : সাঈদ আহমদ
মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ-
- A Search for Identity : মেজর মোহাম্মদ আবদুল জলিল
- The Liberation of Bangladesh : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
- আমি বীরাঙ্গনা বলছি : ড. নীলিমা ইব্রাহীম
- একাত্তরের ঢাকা : সেলিনা হোসেন স্মৃতিকথা
- আমি বিজয় দেখেছি : এম আর আখতার মুকুল
- একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম
- একাত্তরের ডায়েরি : সুফিয়া কামাল
- একাত্তরের যীশু : শাহরিয়ার কবির
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র-
- Stop Genocide: জহির রায়হান
- ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম
- আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান
- হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম
- অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত
মুক্তিযুদ্ধের জনপ্রিয় ১০টি উপন্যাসঃ
-রাইফেল রোটি আওরাত
-নেকড়ে অরণ্য
-যাত্রা
-হাঙর নদী গ্রেনেড
-জীবন আমার বোন
-দ্বিতীয় দিনের কাহিনী
-খাঁচায়
-জোছনা ও জননীর গল্প
-সাড়ে তিন হাত ভূমি
-জীবন ও রাজনৈতিক বাস্তবতা