'ফুল্লরার বারমাস্যা ' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত ?
Solution
Correct Answer: Option B
- ‘ফুল্লরার বারমাস্য’ হলো চন্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত।
- ফুল্লরা চণ্ডীমঙ্গলের অন্যতম প্রধান নায়িকা চরিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে।
- বারমাস্যা বা বারোমাসী শব্দের দ্বারা বোঝানো হয় একটি পূর্ণ বছরের (বারো মাসের) বিবরণ।
- প্রাচীন বাংলা সাহিত্যের লৌকিক কাহিনি বর্ণানায় নায়ক-নায়িকাদের বারো মাসের সুখ-দুঃখের বিবরণ প্রদানের রীতি দেখা যায়।
- এই কারণেই এ ধরনের রচনাকে বারমাস্যা বা বারোমাসী নামে অভিহিত করা হয়।