একটি সমবৃত্তভুমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভুমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
A 721 বর্গমিটার
B 735 বর্গমিটার
C 748 বর্গমিটার
D 750 বর্গমিটার
Solution
Correct Answer: Option C
মনে করি,
সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h = 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি.
আমরা জানি,
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr(r + h)
= 2 × (22/7) × 7 (7 + 10) বর্গমিটার
= 44 × 17 বর্গমিটার
= 748 বর্গমিটার