জসীমউদ্দীনের "নিমন্ত্রণ' কবিতাটি কোন ছন্দে রচিত?
A মাত্রাবৃত্ত
B অক্ষরবৃত্ত
C মুক্তকছন্দ
D স্বরছন্দ
Solution
Correct Answer: Option A
জসীমউদ্দীনের "নিমন্ত্রণ' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। কাব্যগ্রন্থটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়েছে।