"তাহারেই পড়ে মনে" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

A সাঁঝের মায়া

B মায়া ও কাজল

C অভিযাত্রিক

D একাত্তরের দিনগুলি

Solution

Correct Answer: Option A

“তাহারেই পড়ে মনে” কবিতাটি সুফিয়া কামালের "সাঁঝের মায়া"- কাব্যগ্রন্থ থেকে নেয়া। এটি ১৯৩৫ খ্রিস্টাব্দে ‘মাসিক মোহাম্মাদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions