"ললিতা তথা মানস" আখ্যান কাব্যটির রচয়িতা কে?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
C বিহারীলাল চক্রবর্তী
D মীর মশাররফ হোসেন
Solution
Correct Answer: Option B
"ললিতা তথা মানস" আখ্যান কাব্যটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৮৫৬ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য কাব্য- দীনবন্ধু মিত্রের জীবনী, বাঙ্গলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থাঞ, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ইত্যাদি উল্লেখযোগ্য।