বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রে অভিনয় করেন?

A রঘুপতি

B প্রতাপাদিত্য

C নিখিলেস

D শশাঙ্ক

Solution

Correct Answer: Option A

রাজর্ষি উপন্যাসের প্রথমাংশ নিয়ে বিসর্জন (১৮৯০) নাটক রচিত।  ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে এটি রচিত হয়। এই নাটকের প্রধান দুই চরিত্র রঘুপতি ও জয়সিংহ এর চরিত্রে রবীন্দ্রনাথ নিজে অভিনয় করেন। অন্যান্য চরিত্র- অপর্ণা, গোবিন্দমাণিক্য , গুণবতী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions