স্বদেশী আন্দোলন চলাকালে,মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে ভাই,গানটির রচয়িতা কে?
Solution
Correct Answer: Option C
স্বদেশী আন্দোলন চলাকালে,মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে ভাই,গানটির রচয়িতা রজনীকান্ত সেন। তার রচিত গানগুলোকে বিষয়বস্তু অনুযায়ী চারটি ভাগে বিভাজিত করা হয়েছে -
-দেশাত্মবোধক গান,
-ভক্তিমূলক গান,
-প্রীতিমূলক গান,
-হাস্যরসের গান।
তন্মধ্যে - রজনীকান্তের দেশাত্মবোধক গানের আবেদনই বিশাল ও ব্যাপক। স্বদেশী আন্দোলন (১৯০৫-১৯১১) চলাকালে 'মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই' গানটি রচনা করে অভূতপূর্ব গণআলোড়নের পরিবেশ সৃষ্টি করেছিল।