প্রচুর + য = প্রাচুর্য, কোন প্রত্যয়?

A কৃৎ প্রত্যয়

B তদ্ধিত প্রত্যয়

C বাংলা কৃৎ প্রত্যয়

D সংস্কৃত কৃৎ প্রত্যয়

Solution

Correct Answer: Option B

• ‘য’ একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
• ‘য’ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ- এর লোপ হয়।
• যথা- সম্ + য = সাম্য, কবি + য = কাব্য, মধুর + য = মাধুর্য, প্রাচী + য = প্রাচ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions