"আয়নায় বন্ধুর মুখ" মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির রচয়িতা আবদুল্লাহ আল মামুন। এটি ১৯৮৩ সালে প্রকাশিত হয়েছে।
তাঁর রচিত অন্যান্য কাব্য:
- সুবচন নির্বাসনে (১৯৭৪)
- এখনও দুঃসময় (১৯৭৫),
- এবার ধরা দাও (১৯৭৭),
- সেনাপতি (১৯৮০),
- অরক্ষিত মতিঝিল (১৯৮০),
- ক্রসরোড ক্রস ফায়ার (১৯৮১),
- এখনও ক্রীতদাস (১৯৮৩),
- শাহজাদীর কালো নেকাব (১৯৮৩),
- চারদিকে যুদধ (১৯৮৩),
-এখনও ক্রীতদাস (১৯৮৪)।