"আয়নায় বন্ধুর মুখ" মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির রচয়িতা কে?

A আলাউদ্দিন আল আজাদ

B মমতাজউদ্দীন আহমেদ

C আবদুল্লাহ আল মামুন

D রনেশ দাশ গুপ্ত

Solution

Correct Answer: Option C

"আয়নায় বন্ধুর মুখ" মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির রচয়িতা আবদুল্লাহ আল মামুন। এটি ১৯৮৩ সালে প্রকাশিত হয়েছে। 
 
তাঁর রচিত অন্যান্য কাব্য: 
- সুবচন নির্বাসনে (১৯৭৪) 
- এখনও দুঃসময় (১৯৭৫), 
- এবার ধরা দাও (১৯৭৭), 
- সেনাপতি (১৯৮০), 
- অরক্ষিত মতিঝিল (১৯৮০), 
- ক্রসরোড ক্রস ফায়ার (১৯৮১), 
- এখনও ক্রীতদাস (১৯৮৩), 
- শাহজাদীর কালো নেকাব (১৯৮৩), 
- চারদিকে যুদধ (১৯৮৩), 
-এখনও ক্রীতদাস (১৯৮৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions