‘রাজাবলি’ গদ্যটির রচয়িতা কে?

A রামরাম বসু

B মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

C রামমোহন রায়

D ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Solution

Correct Answer: Option B

কিংবদন্তী ও লোকপ্রসিদ্ধির ওপর নির্ভর করে রচিত ‘রাজাবলি’ এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
- রাজাবলি,
- প্রবোধচন্দ্রিকা,
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- বেদান্তচন্দ্রিকা ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions