কিংবদন্তী ও লোকপ্রসিদ্ধির ওপর নির্ভর করে রচিত ‘রাজাবলি’ এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
- রাজাবলি,
- প্রবোধচন্দ্রিকা,
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- বেদান্তচন্দ্রিকা ইত্যাদি।