Correct Answer: Option C
বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)।
• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions