সংস্কৃত মহাভারতের বাংলা গদ্যানুবাদ করেন?

A অন্নদাশঙ্কর রায়

B কৃষ্ণচন্দ্র মজুমদার

C গোবিন্দচন্দ দাস

D কালীপ্রসন্ন সিংহ

E

Solution

Correct Answer: Option D

কালীপ্রসন্ন সিংহের সবচেয়ে বড় কীর্তি হল তাঁর সম্পাদনায় ১৮ পর্ব সংস্কৃত মহাভারত গদ্য আকারে বাংলায় অনুবাদ করা হয়েছে। এই অনুবাদটি ১৮৫৮ থেকে ১৮৬৬ এর ভিতরে প্রকাশিত হয়েছিল। তিনি তাঁর রচিত মহাভারত অনুবাদটি মহারানী ভিক্টোরিয়া কে উৎসর্গ করেছিলেন।   হুতোম প্যাঁচার নকশা তাঁর শ্রেষ্ঠ মৌলিক রচনা। 

কালীপ্রসন্ন সিংহ বাংলা ভাষা অনুশীলনের জন্য ‘বিদ্যোৎসাহিনী সভা’, ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ’ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের জন্য মাইকেল মধুসূদন দত্তকে গণসংবর্ধনা (১২ ফেব্রুয়ারি ১৮৬১) জ্ঞাপন করে।

তৎকালীন প্রখ্যাত  বুদ্ধিজীবী রাজা রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় তিনি পর্যায়ক্রমে তিনটি সাময়িকী প্রকাশ করেন: বিদ্যোৎসাহিনী পত্রিকা (১৮৫৫), সর্বতত্ত্ব প্রকাশিকা (১৮৫৬) এবং বিবিধার্থ সংগ্রহ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions