নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক 'কাব্যভূষণ' উপাধি কে পান?

A শামসুর রাহমান

B কায়কোবাদ 

C শামসুদ্দীন আবুল কালাম

D সুনীল গঙ্গোপাধ্যায়

Solution

Correct Answer: Option B

- মহাকবি কায়কোবাদ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন।
- ১৯৩২ সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন ।
- বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে 'কাব্যভূষণ', 'বিদ্যাভূষণ ও 'সাহিত্যরত্ন' (১৯২৫) উপাধিতে ভূষিত করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions