চর্যাপদের প্রথম পদটি - “কাআ তরুবর পাঞ্চ বি ডাল/ চঞ্চল চীএ পৈঠা কাল” অর্থাৎ, দেহ তরুর মত, এর পাঁচটি ডাল। চঞ্চলচিত্তে কাল প্রবেশ করে। এর রচয়িতা লুইপা।
চর্যাপদের দ্বিতীয়িতি- “দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই। রাতি ভইলে কামরু জাই।” এর অর্থ- দিনে বউটি কাকের ভয়ে ভীত হয় কিন্তু রাত হলেই সে কামরূপ যায়। এর রচয়িতা কুক্কুরিপা।