‘বাবা’ শব্দটি কোন ভাষা হতে আগত?

A হিন্দি

B পাঞ্জাবি

C তুর্কি

D আরবি

Solution

Correct Answer: Option C

বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় তুর্কি শব্দ হলো- খাতুন, চকমক, চাকু, তালাশ, তােপ, বন্দুক, বাবুর্চি, বাবা, উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, বারুদ, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions