‘অত্যধিক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

A অত্য+ধিক

B অতি+অধিক

C অতঃ+ধিক

D অত্য+অধিক

Solution

Correct Answer: Option B

ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই বা ঈ ‘য’ হয় এবং য- ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন- অতি+অধিক = অত্যধিক, অতি+অন্ত = অত্যন্ত, প্রতি+অহ = প্রত্যহ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions