বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
A IDA credit- এর মাধ্যমে
B IMF এর bailout package- এর মাধ্যমে
C প্রবাসীদের পাঠানো remittance- এর মাধ্যমে
D বিশ্বব্যাংকের bughetary support- এর মাধ্যমে
Solution
Correct Answer: Option B
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যে ভারসাম্য রক্ষা করে।
- এছাড়া আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা ও বাণিজ্য প্রচার করা, সদস্য দেশগুলোর আর্থিক ও আর্থিক নীতিসমূহের সমন্বয় সাধন করা।
- তাদেরকে ঋণ প্রদানের ভারসাম্য নিষ্পিত্তির জন্য exchange সরবরাহ করা এবং বিনিময় হার প্রদান করা।
- IMF এর bailout package এর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা করে।