স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন?
A জাবেদ করিম
B ফজলুল করিম
C জাওয়াদুল করিম
D মঞ্জুরুল করিম
Solution
Correct Answer: Option A
- স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন বাংলাদেশী বংশোদ্ভুত জাবেদ করিম।
- তার জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে।
- ইংরেজিতে তার নামের বানান ‘Jawed Karim’, অর্থাৎ জাবেদ করিম।