Solution
Correct Answer: Option B
- চণ্ডীমঙ্গলের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্য 'শ্রী শ্রী চণ্ডীমঙ্গল'।
- তাঁর রচনার স্বীকৃতিস্বরূপ জমিদার রঘুনাথ রায় তাকে ‘কবিকঙ্কন’ উপাধি প্রদান করেন।
- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ৩টি খণ্ডে বিভক্ত ‘অন্নদামঙ্গল কাব্য (১৭৫২-৫৩) রচনা করেন।
- তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘রায়গুণাকর' উপাধি দেন।