Solution
Correct Answer: Option C
- গীতগোবিন্দম একটি নাট্য কাব্য। এটি বৈষ্ণব ধারার প্রথম সাহিত্য।
- এটি সংস্কৃত ভাষায় রচিত এবং রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব এর রচয়িতা।
- গীত গোবিন্দ দ্বাদশ শতকের প্রমিত সংস্কৃত ভাষার শেষ কাব্য।
- রাধা কৃষ্ণের প্রেমলীলা এই কাব্যের মুখ্য বিষয়।
- ২৮৬ টি শ্লোক এবং ১২ টি গীতের সমন্বয়ে ১২ সর্গে এটি রচিত।