Solution
Correct Answer: Option B
- ধর্ম ঠাকুরের নাম যে মঙ্গল কাব্য সৃষ্ট হয়েছে তার নাম ধর্মমঙ্গল।
- 'ধর্মমঙ্গল' ধারার প্রথম কবি ময়ূরভট্ট।
- ময়ূরভট্ট রচিত গ্রন্থটি 'হাকন্দপুরাণ'।
- ‘ধর্মমঙ্গল’ ধারার কবি– ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু।
- ‘ধর্মমঙ্গল’ হল মঙ্গলকাব্যার একটি শাখা।