Solution
Correct Answer: Option A
রঙ্গমঞ্চে মানুষের সুখ-দুঃখকে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে। এর অপর নাম ‘দৃশ্যকাব্য’ । গদ্যরীতির উৎকর্ষের পরে নাটকের যাত্রা।
বাংলা নাটককে প্রধানত দু'ভাগে ভাগ করা যায়। যথা:
রসপ্রধান:
ক. ট্রাজেডি (কৃষ্ণকুমারী)
গ. মেলোড্রামা (প্রফুল্ল
খ. কমেডি (চক্ষুদান)
ঘ. ফার্স/প্রহসন (একেই কি বলে সভ্যতা)
রূপপ্রধান :
ক. গীতিনাট্য (বাল্মীকি প্রতিভা)
খ. নৃত্যনাট্য (নটীর পূজা)
- ১৭৫৩ খ্রিষ্টাব্দে কলকাতার লালবাজারে ‘প্লে-হাউজ’ এ প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়।
- ১৭৯৫ খ্রিষ্টাব্দে বাংলা নাটক প্রথম অভিনীত হয়। হেরাসিম লেবেডেফ নামে রুশদেশীয় এক ব্যক্তি প্রথম The Disguise ও Love is the best Doctor নামে দুটি নাটক বাংলায় অনুবাদ করে এদেশীয় পাত্র-পাত্রীর দ্বারা অভিনয় করান।
- ১৮৩১ খ্রিষ্টাব্দে বাংলা নাটক প্রথম মঞ্চে অভিনীত হয়।
- প্রথম বাংলা মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন’ (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনী। মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক।
- বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘শর্মিষ্ঠা’(১৮৫৯)।
- বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কৃষ্ণকুমারী’(১৮৬১)।
- বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘পদ্মাবতী’ ১৮৬০)।
- বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত ‘বসন্ত কুমারী’(১৮৭৩)
- বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত ‘জমীদার দর্পণ' (১৮৭৩)
- ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক হল দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পন (১৮৬০)'