বাংলা নাটককে কয়ভাগে ভাগ করা যায়?

A

B

C

D

Solution

Correct Answer: Option A

রঙ্গমঞ্চে মানুষের সুখ-দুঃখকে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে। এর অপর নাম ‘দৃশ্যকাব্য’ । গদ্যরীতির উৎকর্ষের পরে নাটকের যাত্রা।

বাংলা নাটককে প্রধানত দু'ভাগে ভাগ করা যায়। যথা:
রসপ্রধান:
ক. ট্রাজেডি (কৃষ্ণকুমারী)
গ. মেলোড্রামা (প্রফুল্ল
খ. কমেডি (চক্ষুদান)
ঘ. ফার্স/প্রহসন (একেই কি বলে সভ্যতা)
রূপপ্রধান :
ক. গীতিনাট্য (বাল্মীকি প্রতিভা)
খ. নৃত্যনাট্য (নটীর পূজা)

- ১৭৫৩ খ্রিষ্টাব্দে কলকাতার লালবাজারে ‘প্লে-হাউজ’ এ প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়। 
- ১৭৯৫ খ্রিষ্টাব্দে বাংলা নাটক প্রথম অভিনীত হয়। হেরাসিম লেবেডেফ নামে রুশদেশীয় এক ব্যক্তি প্রথম The Disguise ও Love is the best Doctor নামে দুটি নাটক বাংলায় অনুবাদ করে এদেশীয় পাত্র-পাত্রীর দ্বারা অভিনয় করান।
- ১৮৩১ খ্রিষ্টাব্দে বাংলা নাটক প্রথম মঞ্চে অভিনীত হয়। 
- প্রথম বাংলা মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন’ (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনী। মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক।
- বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘শর্মিষ্ঠা’(১৮৫৯)। 
- বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কৃষ্ণকুমারী’(১৮৬১)।
- বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক  মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘পদ্মাবতী’ ১৮৬০)। 
- বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক  মীর মশাররফ হোসেন রচিত ‘বসন্ত কুমারী’(১৮৭৩)
- বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত ‘জমীদার দর্পণ' (১৮৭৩)
- ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক হল দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পন (১৮৬০)'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions